মরু আর সাগরের কোলঘেষে জার্মান ফুটবলারদের বেসক্যাম্প

2022 ফিফা বিশ্বকাপ কে সামনে রেখে জার্মান দল তাদের বেসকেমপ হিসেবে বেছে নিয়েছে। জুলাল ওয়েলনেস রিসোর্ট কে। । এটি মূলত একটি হোটেল কমপ্লেক্স । এটি ফিফা বিশ্বকাপ কে সামনে রেখে। এ বছরের শুরুতে খোলা হয়েছে। । হোটেলটি থেকে হামাদ বিমানবন্দরের দূরত্ব মাত্র দেড় ঘণ্টার পথ। । ডা এস এর উত্তর উপকূলে আলোয় রুয়াইশে অবস্থিত। । জার্মান ফুটবল দলের খেলোয়াড়রা থাকবে সাধারণ দর্শক থেকে মিনিট কয়েক দূরত্বে  ফার্স্ট ডিভিশন সাইটে।             । জার্মান ফুটবল টিম প্র্যাকটিস্ করবে আলশামস স্টেডিয়ামে। । যদিও আরো বেশ কয়েকটি জায়গার জার্মান ফুটবল অথরিটি পরিদর্শন করেছিল । তথাপি এই স্থানটির তাদের বেশি মনে ধরে। । তাদের ভাষ্যমতে একটা ভালো সুযোগসুবিধাসম্পন্ন নির্জন স্থাপনা খেলোয়ারদের মনোবলকে ধরে রাখবে । এ প্রসঙ্গে জারমান জাতীয় দল ও একাডেমির পরিচালক অলিভার বিয়ারহপ আরো বলেন  আমরা আমাদের দলের জন্য একটি সফল টুর্নামেন্টের জন্য সম্ভাব্য সকল পরিস্থিতি তৈরি করতে চাই। । । জার্মান দলের হেড কোচ হেনসি কিলিক বলেছেন বিশ্বকাপের প্রথম দিকে যোগ্যতা অর্জন আমাদের কাতারে আসার মত স্থাপনা অনুসন্ধানে দারুন ভাবে সাহায্য করেছিল। । । আমাদের দলের জন্য যা দরকার তা এখানে আছে। । এখান থেকে আমাদের প্রশিক্ষণ স্থানঃ আলশামস স্টেডিয়াম মাত্র কয়েক মিনিটের দূরত্ব। । উল্লেখ্য 17 নভেম্বর জার্মান দল কাতার যাবে। । 23 নভেম্বর । জাপানের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ।৷৷  (ইউনিক লেখা)

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started